মৌসুমের শেষদিকে এসে পুরনো চেহারায় ফিরেছে এসি মিলান। সিরি’আ লিগের চলতি মৌসুমে ইতালিয়ান জায়ান্টরা এবার জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে সাসৌলোকে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাসৌলোর মাঠে ১৯তম মিনিটে মিলানকে এগিয়ে দেন ইব্রা। ব্যবধানটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোজোনেরিরা। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে সোসৌলোকে সমতায় ফেরান ফ্রান্সেসকো কাপুতো।
তবে উত্তেজনায় ঠাঁসা প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মিলানের ব্যবধানটা দ্বিগুণ করেন ৩৮ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। ২০১২ সালের পর এবারই প্রথম সিরি’আ লিগে জোড়া গোলের দেখা পেলেন ইব্রা।
দ্বিতীয় গোল হজমের পাঁচ মিনিট পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাসৌলোর মেহদি বোরাভিয়া। তবে ১০ জনের দল হয়ে পড়েও গোল শোধ করতে চেষ্টা চালিয়ে যায় তারা।
এই জয়ের রাতে মিলানকে পুরনো রূপে ফিরিয়ে আনা কোচ স্তেফানো পিওলির সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিলান। ২০২২ সাল পযর্ন্ত সান সিরোতে থাকবেন ইতালিয়ান কোচ।
এছাড়া এই ম্যাচে মিলানের গোলপোস্টোর নিচে দাঁড়িয়ে নতুন এক চূড়া স্পর্শ করেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। মাত্র ২১ বছর বয়সে মিলানের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেলেছেন ইতালিয়ান গোলরক্ষক।
জয়ের ধারা ধরে রেখে রোমাকে টপকে লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থান দখল করেছে মিলান। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ইউবি