ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আয়ারল্যান্ড সিরিজে ইংলিশ সহ-অধিনায়কের দায়িত্বে মঈন আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আয়ারল্যান্ড সিরিজে ইংলিশ সহ-অধিনায়কের দায়িত্বে মঈন আলী আয়ারল্যান্ড সিরিজে ইংলিশ সহ-অধিনায়কের দায়িত্বে মঈন আলী

করোনা পরবর্তী টেস্টের মতো প্রথমবারের মতো সীমিত ওভারের সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড। আর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মঈন আলীকে।

আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে এই সিরিজ।

ইংল্যান্ডের মূল নেতৃত্বে অবশ্য ইয়ন মরগানই আছেন। তবে নিয়মিত সহ-অধিনায়ক জস বাটলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকায় তাকে নেওয়া হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে দুটি সিরিজেই বায়ো-সিকিউর বা জৈব-সুরক্ষার নিয়ম থাকায় দুটি আলাদা দল গঠন করছে ইংল্যান্ড।

স্পিনিং অলরাউন্ডার মঈন এর আগে ঘরের মাঠে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজের শততম ওয়ানডে খেলেছিলেন। যদিও সে ম্যাচের পরেই খারাপ ফর্মের কারণে তাক বাদ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনার তৃতীয় ম্যাচে ইংলিশদের দুই উইকেটের জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি।

এছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ড দল দুই ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। যেখানে একটি দলের নেতৃত্ব থাকছে মঈনের কাঁধে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।