করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাসের বেশি সময় ধরে ঘরে বসে থাকতে হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। শুধু মুশি নন, সব ক্রিকেটারকেই ঘরে থাকতে বাধ্য করেছে কোভিড-১৯।
তবে করোনার শঙ্কা পেছনে ফেলে অনুশীলনে ফিরেছেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় প্রতিদিনই অনুশীলন করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবার প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
রোববার (২৬ জুলাই) ব্যক্তিগত অনুশীলনের শেষদিনে এমন আগ্রহের কথা সাংবাদিকদের জানিয়েছেন মুশফিক। কোচিং স্টাফদের সঙ্গে নিয়মিতই আলোচনা করেন তিনি। মানসিকভাবেও মাঠে ফিরতে প্রস্তুত বাংলাদেশ দলের অন্যতম এই ক্রিকেটার।
মুশফিক বলেন, ‘ক্রিকেটার হিসেবে নিজের ফিটনেস ধরে রাখা, স্কিল নিয়ে কাজ করে মানসিকভাবে ঠিক থাকার চেষ্টা করতে হবে। আমরা সে কাজগুলোই করছি। কোচদের সঙ্গে নিয়মিত বসছি, অনলাইনে অনেক আলোচনা করছি…এখন মুখিয়ে আছি, মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি এবং ম্যাচ খেলতে পারি। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আরএআর/ইউবি