সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল একটাই আফসোস রয়ে গেছে লিভারপুলের। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়া অলরেডরা খুব কাছে গিয়েও ভাঙতে পারেনি একটি রেকর্ড।
২০১৭/১৮ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। এবার রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। তাদের সামনে হাতছানি দিচ্ছিল সিটিজেনদের গড়া সেই রেকর্ডটি টপকে যাওয়ার। সেই মাইলফলক গড়তে বেশি দূরেও ছিল না ইয়ুর্গেন ক্লপের দল।
কিন্তু মৌসুমের শেষদিকে পয়েন্ট বিসর্জন দিয়ে বসে লিভারপুল। ততদিনে অবশ্য ট্রফি নিশ্চিত হয়ে গেছে তাদের। অবশ্য সিটির সেই রেকর্ড ভাঙতে না পারলেও জয় দিয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। পিছিয়ে পড়েও নিউক্যাসলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে ক্লপের দল।
এই জয়ে ৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো লিভারপুল। যা গত মৌসুমের শিরোপাজয়ী সিটির চেয়ে এক পয়েন্ট বেশি।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইউবি