ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লিভারপুল ছাড়লেন লালানা-লভরেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
লিভারপুল ছাড়লেন লালানা-লভরেন লভরেন ও লালানা

সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর ঠিকানা পাল্টেছেন লিভারপুলের দুই তারকা অ্যাডাম লালানা ও দেজান লভরেন।

২০১৪ সালে সাউদ্যাম্পটন থেকে দু’জন ফুটবলারকে অ্যানফিল্ডে এনেছিল লিভারপুল।

তাদের একজন ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক লভরেন। অন্যজন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার লালানা। দ্য সেইন্ট’র দুই সাবেক তারকাই পরবর্তীতে হয়ে ওঠেন অলরেডদের অন্যতম ভরসার নাম।  

২০১৯/২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পর এবার তারা নিতে যাচ্ছেন নতুন আরেকটি চ্যালেঞ্জ। দুই তারকাই লিভারপুলের সঙ্গে তাদের ৬ বছরের সম্পর্কের ইতি টেনেছেন।  

অ্যানফিল্ড ছেড়ে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লভরেন। ৩১ বছর বয়সী ডিফেন্ডার লিভাপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে ১৩১ ম্যাচ খেলে করেছেন ৫ গোল।  

লভরেন রাশিয়াতে গেলেও ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে থাকছেন লালানা। ৩২ বছর বয়সী ইংলিশ তারকা নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন ব্রাইটনকে। অলরেডদের হয়ে লিগে ১২৮ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।