বর্ষা মৌসুম এলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। এবছর এর আকার আরও প্রকট।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক স্ট্যাটাস দেন সাকিব। যেখানে সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে কাজ করেছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।
সাকিব লিখেন, এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।
সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র্যাব-১২)।
আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।
আমাদের পথচলায় যোগ দিন। অনুদানের জন্য ভিজিট করুন www.sahfbd.com
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমএমএস