ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনটা বিপদমুক্ত থেকেই শেষ করেছে পাকিস্থান। বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম ও শান মাসুদ। ইংলিশ পেসারদের সামনে দলকে বিপদমুক্ত রাখে এই দুই ব্যাটসম্যানের ৯৬ রানের জুটি। পাকিস্তান প্রথমদিন শেষ করার আগে ২ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৩৯ রান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় মিসবাহ-উল-হকের দল। ওপেনার আবিদ আলীকে (১৬) বোল্ড করেন জোফরা আর্চার। সেই ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই আজহার আলীকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ক্রিস ওকস। দলীয় ৪৩ রানে পাকিস্তানি অধিনায়ক ফেরেন শূন্য হাতে।
দলের দুঃসময়ে মাটি কামড়ানো ব্যাটিং করেন ওপেনার শান। ১৫২ বলে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে তাকে সঙ্গ দিয়ে সহজাত ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যক্তিগত ৬৯ রান নিয়ে দ্বিতীয় শুরু করবেন বাবর।
অবশ্য পাকিস্তান প্রথমদিন করতে পেরেছে মাত্র ৪৯ ওভার। বাবরের ফিফটির পরপরই ৪১.১ ওভারে নেমে আসে বৃষ্টি। পাকিস্তানের রান তখন ১২১।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
ইউবি