প্রায় পাঁচ মাস পর ক্রিকেট মাঠে ফিরলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান। গত মার্চ মাসে করোনা ভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে বন্ধ হওয়ার পর প্রথম মাঠে নামলেন তারা।
রোববার (১৬ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে অংশ নেন তামিম ও মোস্তাফিজ। সকাল ১০টা ১০ মিনিটের দিকে মিরপুরের মূল মাঠে এসে রানিং করেন তামিম। প্রায় ২০ মিনিটের মতো রানিং শেষে ইনডোরে চলে যান ব্যাটিং অনুশীলনে। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে চলে ব্যাটিং অনুশীলন।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে এসে আগে জিমে কিছুক্ষন অনুশীলন করেন মোস্তাফিজ। এরপর মূল মাঠে রানিং করেন তিনি। তবে বৃষ্টির কারণে বোলিং অনুশীলন করতে পারেননি দ্য ফিজ।
এর আগে তৃতীয় ধাপের প্রথম দিনের অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরা সবাই এক ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন শেষে ঘাম ঝরিয়েছেন রানিং ও জিম সেশনে। মুশফিক অবশ্য এর পাশাপাশি কিপিং অনুশীলন করেছেন। সূচি অনুযায়ী অনুশীলন করেছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
আরএআর/এমএমএস