চলে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কিংবদন্তি তারকা খেলোয়াড় ও কোচ এহতেশাম সুলতান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান দলে ১৯৬৮-৭০ পর্যন্ত হকি খেলেছেন। আর দেশ স্বাধীনের পর বাংলাদেশ জাতীয় দলের সদস্য ছিলেন। তিনি খেলেছেন ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কা বিপক্ষে হকি টেস্ট সিরিজে।
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ আশির দশকের শুরুর দিকে অবসরের পর বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন। তার অধীনে জাতীয় দল এশিয়া কাপ, এশিয়ান গেমসসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশ নেয়।
ক্লাব হকিতে এহতেশাম সুলতান সোনালী ব্যাংকের জার্সিতে খেলেছিলেন। এছাড়া আজাদ পিডব্লিউডির হয়ে ঢাকার প্রথম বিভাগে ফুটবলও খেলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএমএস