ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আসামে শিরোপার হাতছানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
আসামে শিরোপার হাতছানি

ঢাকা: আসামে শিরোপার হাতছানি পাচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। বরদোলাই ট্রফির ফাইনালে বুধবার ঢাকার দল খেলবে নেপালের থ্রি স্টারের বিপক্ষে।



আপাতত দৃষ্টিতে বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরাই ফাইনালের ফেভারিট। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি আবাহনী। এছাড়া খেলোয়াড়দের মধ্যেও রয়েছে চমৎকার বোঝাপড়া। তবে প্রতিপক্ষ নেপালের এ ডিভিশন লিগের তিনবারের চ্যাম্পিয়ন থ্রি স্টারও কম যায় না। অজেয় দল হিসেবেই ফাইনালে খেলছে তারা। শিরোপার জন্য তারাও মরিয়া হয়ে উঠবে।
 
ম্যাচের ফলাফল যাই হোক না কেন। আসামের ফুটবল পাগল মানুষ দুটি বিদেশি দলের জমজমাট ফাইনাল উপভোগ করবে বৈকি। ঢাকা আবাহনীর অনেক সমর্থক জুটে যেতে পারে।

এদিকে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদি আবাহনীর ফুটবল সম্পাদক সত্যজিৎ দাস রূপু। টেলিফোনে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,“আমরা আশা করি শিরোপা নিয়েই দেশে ফিরবো। ”

২০০৭ সালে একই প্রতিযোগিতায় খেলেছিলো আবাহনী। সেবার ওএনজি কাবের কাছে টাইব্রেকারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিলো কোচ অমলেশ সেনের দলকে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।