ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ হলো মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
শেষ হলো মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট ছবি: বাংলানিউজ

শেষ হলো মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।

তিন দিনের এই টুর্নামেন্টের মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় শেষ দিনের খেলা।  

ফাইনালে পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন হাফিজুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্লব কুমার।  

অন্যদিকে, নারী এককে আফসানা নাসরিনকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন সাবিনা আক্তার।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম হল কক্ষে ক্রীড়া বিশেষজ্ঞ মাহমুদুল হাসান শামিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। প্রায় ৩৫ জন পুরুষ ও নারী খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এ বিশেষ টুর্নামেন্টে আমরা দু’জন নতুন চ্যাম্পিয়ন পেয়েছি বিপ্লব ও সাবিনা। তারা দু’জনই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের বিশেষ ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি যে, আমরা মুজিববর্ষের একটা অংশ হতে পেরেছি। মুজিববর্ষ উপলক্ষে আমাদের আরও পরিকল্পনা আছে। প্রতিটি বিভাগেই আমরা ক্যারম টুর্নামেন্ট করবো। এরই মধ্যে আমরা রংপুর বিভাগ দিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি।

অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল হাসান বাবুল।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আম্পায়ার ও জাতীয় ক্যারম খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
আরএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।