ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বরদলই ট্রফিতে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
বরদলই ট্রফিতে চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা: উজ্জ্বলের জোড়া গোলে নেপালের থ্রি স্টার কাবকে ৩-০ গোলে হারিয়ে বরদলই ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

আসামের গৌহাটি নেহেরু স্টেডিয়ামে ফাইনালের প্রথম মিনিটেই এগিয়ে যায় আবাহনী।

কিছু বুঝে ওঠার আগেই থ্রি স্টারের জালে বল পাঠান মেহেদী হাসান উজ্জ্বল।

চমৎকার শুরুর পর আকাশী-নীল খেলোয়াড়দের ভাবতে হয়নি। একচেটিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বিরতির আগে দ্বিতীয় গোল তুলে নেয় ঢাকার দলটি। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমতিয়াজ সুলতান জিতু (২-০)।

বিরতির পর নেপালের কাবটির পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন প্রথম গোলের নায়ক উজ্জ্বল। ৭৫ মিনিটে নিশানা ভেদ করেন জাতীয় দলের এই ফুটবলার।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর জয়ের নায়ক উজ্জ্বল। অন্যদিকে টুর্নামেন্ট সেরার খেতাব পেয়েছেন একই দলের ঘানার স্ট্রাইকার সামাদ ইউসুফ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।