ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা জাতীয় কাবাডির প্রথম আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

ঢাকা: ধানমন্ডি সুলতানা কামাল জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে এডিবল অয়েল জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডাশেন জানায় ১২টি দল নিয়ে তিনদিন ধরে হবে এবারের প্রতিযোগিতা।



জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম আসর হওয়ায় খুব বেশি দল হয়নি। ১০টি জেলার সঙ্গে আনসার ভিডিপি এবং বিজেএমসি অংশ নিচ্ছে।

দলগুলো হচ্ছে: আনসার, বিজেএমসি, নড়াইল, টাঙ্গাইল, রাঙ্গামাটি, মাগুড়া, কুড়িগ্রাম, জামালপুর, সাতক্ষীরা, রাজশাহী, ফরিদপুর ও গাজীপুর জেলা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, মহিলাদের আবাসন সুবিধার কথা বিবেচনা করে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। খরচের পুরো টাকাই দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।