ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

ঢাকা: পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের জড়িত থাকার আলামত পেয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। ক্রিকেটারদের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ এনে প্রাথমিক তদন্তের তথ্য প্রমাণাদি আইনজীবীদের হাতে তুলে দিয়েছে তারা।



পুলিশের অভিযোগে বলা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ের জন্য পাকিস্তানি খেলোয়াড়রা টাকা নিয়েছিলেন।

স্কটল্যান্ড ইয়ার্ড আরো জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে বাজিকরদের ষড়যন্ত্রের বিষয়ের বিষয়টি খতিয়ে দেখবে ক্রাউন প্রসিকিউশন সাভির্সেস (সিপিএস)।

গত মাসে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগকে কেন্দ্র করে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা চার পাকিস্তানি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ এবং ব্যবসায়ী মাজহার মাজিদকে গ্রেফতার করে বিষয়টি তদন্তের জন্য।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।