ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রোববার সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রোববার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।

শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফুটবল টুর্নামেন্টে ৪৮ দল অংশগ্রহণ করবে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিআরইউ মিডিয়া ক্রিকেট শেষ হয়েছে গত ১৮ নভেম্বর। এর তিনদিন পর শুরু হচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল। রোববার (২১ নভেম্বর) শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপ। এবার ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে ৪৮ দল অংশগ্রহণ করছে। ৪৮টি মিডিয়া হাউসের মধ্যে ২৮টি প্রিন্ট মিডিয়া, ১৭টি টেলিভিশন ও ৩টি অনলাইন নিউজপোর্টাল। ক্রিকেটের মতো ফুটবল টুর্নামেন্টও হবে নক আউট ভিত্তিক। বিকেলে ম্যানেজার্স মিটিংয়ের পর গ্রুপিং ও ফিকচার চূড়ান্ত হবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, আমরা দুই বছরের মতো ঘরবন্দি ছিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা এসব টুর্নামেন্ট আয়োজন করছি। আমাদের উদ্দেশ্যে এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানো। তাই সবার প্রতি অনুরোধ থাকবে খেলায় ছোট খাটো ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করার। এ আয়োজনে প্রাণ আরএফএলের কাছ থেকে যে সহায়তা পাচ্ছি তাতে প্রাণ আরএফএল’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।

সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেন, প্রাণআরএফএল গ্রুপ খুব অল্প সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টুর্নামেন্টটি আয়োজনের। দলগুলোর প্রতি অনুরোধ থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। খেলা যেন খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করি।

সংবাদ সম্মেলনে প্রাণ আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নূরুল আফসার বলেন, করোনার পরিস্থিতি কাটিয়েও আমরা চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থাকার। আপনাদের এ ধরনের মিলনমেলায় আগামীতেও আপনাদের পাশে থাকবো। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের মতো এ ধরনের আয়োজনে আগেও আপনাদের পাশে ছিল প্রাণ আরএফএল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নূরুল আফসার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গণি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।