ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বার্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বার্টি

অস্ট্রেলিয়ার ৪৪ বছরের খরা কাটালেন অ্যাশেল বার্টি। ১৯৭৮ সালে ক্রিস ও'নিল শেষবার কোনো অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন।

এত বছর পর অস্ট্রেলিয়াকে সেই স্বাদ পাইয়ে দিলেন বার্টি।  

শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সকে হারিয়েছেন বার্টি। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।  

রড লেভার অ্যারেনায় ফাইনালে প্রথম থেকেই বিপক্ষের উপরে চাপ বাড়াতে থাকেন বার্টি। কলিন্সের ভুলে প্রথম সেটে অনায়াসেই পকেটে পুরে ফেলেন তিনি। কিন্তু কলিন্স মোটেও এতো সহজে হার মানেননি। বার্টির চাপ সামলে দ্রুত একের পর এক উইনার মেরে নিমেষেই ৫-১ গেমে এগিয়ে যান।

ব্যবধান কমাতে অবশ্য সময় নেননি বার্টি। পরপর চারটি গেম জিতে খেলা ৫-৫ করে ফেলেন। দু'জনেই নিজেদের পরবর্তী সার্ভিস জেতায় সেটের ফল দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কলিন্সকে দাঁড়াতেই দেননি বার্টি। ৪-০ এগিয়ে যান। সেখান থেকে ৭-২ পয়েন্টে জিতে ম্যাচ ও ট্রফি দুটিই দখল করেন।

এই নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। ২০১৯-এ প্রথমবার জিতেছিলেন ফরাসি ওপেন। এরপর গত বছর উইম্বলডন জেতেন। অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।