ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টিকা না নেওয়ায় এবার আগেই নাম প্রত্যাহার করলেন জোকোভিচ!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
টিকা না নেওয়ায় এবার আগেই নাম প্রত্যাহার করলেন জোকোভিচ!

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের কঠোর নিয়মের কারণে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে এবার আগে থেকেই সরে গেলেন নোভাক জোকোভিচ।

দেশটির নিয়ম বলে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কেউ টুর্নামেন্টে অংশ নিতে চাইলে অবশ্যই করোনা প্রতিরোধী টিকা নিতে হবে।

তবে ৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকা গত মাসে বিবিসিকে নিশ্চিত করেছিলেন, তিনি টিকা নেননি।

২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুটি টুর্নামেন্টেই ড্রতে ছিলেন। তবে তিনি এক টুইটার পোস্টে জানিয়ে দিয়েছেন আসরগুলোতে খেলতে পারছেন না।

এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের অংশগ্রহণ নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। এমনকি টিকা ছাড়া তিনি খেলতে পারবেন কিনা এনিয়ে আদালত পর্যন্তও ব্যাপারটি গড়ায়। তবে শেষ পর্যন্ত হতাশ হয়ে অস্ট্রেলিয়া ছাড়তে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।