ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ড-ইরাককে নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
ইংল্যান্ড-ইরাককে নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি

এবারের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বেড়েছে দলের সংখ্যা। আগামী ১৯ থেকে ২৪ মার্চ পর্যন্ত পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল।

আগামী বুধবার থেকে ঢাকায় পা রাখবে দলগুলো। বিষয়টি সংবাদ সম্মেলনে জানান কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা।

এই প্রতিযোগিতার প্রথম আসর ২০২১ সালে অনুষ্ঠিত হয় ঢাকায়। সেই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  

প্রতিযোগীতার গত আসরে ৫ দল অংশ নিলেও এবার তা বেড়ে আটে দাঁড়িয়েছে। দলগুলো হল: স্বাগতিক বাংলাদেশ, কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইংল্যান্ড, ইরাক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। গত আসরে অংশ নেওয়া পোল্যান্ড আসছে না এবার।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গত অক্টোবর থেকে দুই বিদেশি কোচ সাজু রাম গায়েত ও রমেশ বিন্দিগিরির অধীনে অনুশীলন করছে দল। বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।