আসন্ন এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল।
ব্যাংককে অনুষ্ঠিত বাছাই পর্বে আজ শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে, এক ম্যাচ হাতে রেখেই মূল পর্ব নিশ্চিত করেছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।
দুই ম্যাচে জয়ের ফলে 'বি' গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৬।
ম্যাচের ১৮তম মিনিটে আশরাফুলের গোলে লিড নেয় বাংলাদেশ। এর আগ পর্যন্ত ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলছিল শ্রীলঙ্কা। পেনাল্টি কর্ণার থেকে আশরাফুলের গোলের পরই বদলে যায় বাংলাদেশের খেলার চিত্র।
ম্যাচের ২৩তম মিনিটে দ্বিতীয় গোলের পর খেলার পুরো নিয়ন্ত্রণই মূলত চলে আসে বাংলাদেশের হাতে। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন খোরশেদুর রহমান।
স্রোতের বিপরীতে ৪৪তম মিনিটে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখেন আশরাফুলরা। ৫৩তম মিনিটে রোমান সরকারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন গোবিনাথনের শিষ্যরা।
আগামী ১২ মে (বৃহস্পতিবার) গ্রুপপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১০, ২০২২
এমএইচএম