কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ, স্টেজ-২’ এর ৪র্থ দিনে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলায় বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী ৫-৩ সেটে তুস্ককে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হয়। প্রি কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৫-৬ সেটে স্পেনের ‘ক্যানালেস এলিয়া’র নিকট পরাজিত হন। স্পেনের এই আর্চারের বিপক্ষে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন দিয়া। এছাড়া রিকার্ভ পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলায় বাংলাদেশের মো: রোমান সানা ৪-৬ সেটে ভারতের ‘তরুনদীপ রাই’ এর নিকট পরাজিত হন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর