কক্সবাজার: বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২।
দেশ সেরা আইকনিক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
সোমবার (৩০ মে) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম ডি আবু হেনা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষন কান্তি দে, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক এ কে এম রাশেদ হোছাইন নানু, জেলা ক্রীড়া অফিসার মইন উদ্দিন মিল্কী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে পেকুয়া উপজেলা টিমকে ১-০ গোলে হারায় কক্সবাজার সদর উপজেলা টিম।
টুর্নামেন্টে কক্সবাজার জেলার আটটি উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে।
আটটি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক দলের কোটায় চারজন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ থাকছে।
ফুটবল দলগুলো হলো- রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসবি/আরবি