ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুটিংয়ে চ্যাম্পিয়ন আবীর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১, ২০২২
শুটিংয়ে চ্যাম্পিয়ন আবীর

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভাল-২০২২ এর শুটিং ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য আবীর রহমান।

আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিং ডিসিপ্লিনের খেলায় ২৬ স্কোর করে তিনি প্রথম হন।

 

২৩ স্কোর করে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া সাংবাদিক রাশেদুর রহমান। ডিবিসি টেলিভিশনের মুশফিকুর রহমান তৃতীয় স্থান লাভ করেছেন।  

শুটিং স্পোর্টস ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ওমর কামাল খেলা পরিচালনা করেন। এসময় বিএসজেসি'র সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস কার্নিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং দপ্তর ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।  

এবারের ফেস্টিভ্যালে মোট পাঁচটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ০১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।