রোলাঁ গাঁরোয় আরও একটি গ্র্যান্ড স্ল্যাম অর্জন করলেন ইগা শিয়াওতেক। শনিবার (৪ জুন) ফরাসি ওপেনে নারী এককের ফাইনালে প্রতিপক্ষ কোকো গাউফকে পাত্তাই দিলেন না র্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই টেনিস তারকা।
প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা নিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন গাউফ। কিন্তু তিনি পারলেন না। মার্কিন এই টেনিস তারকাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের করে নেন শিয়াওতেক।
ফরাসি ওপেন জিতে দারুণ এক রেকর্ড গড়লেন পোলিশ টেনিস তারকা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ২০০২ সালে ভেনাস উইলিয়ামসের গড়া রেকর্ড ছুঁলেন তিনি।
আসরের ফাইনালে আগামীকাল রোববার (৫ জুন) ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন ১৩ বারের রেকর্ড চ্যাম্পিয়ন নাদাল ও নরওয়ের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে টুর্নামেন্টটির ফাইনালে কোয়ালিফাই করা রুড।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরইউ