ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গাউফের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ৪, ২০২২
গাউফের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন শিয়াওতেক

রোলাঁ গাঁরোয় আরও একটি গ্র্যান্ড স্ল্যাম অর্জন করলেন ইগা শিয়াওতেক। শনিবার (৪ জুন) ফরাসি ওপেনে নারী এককের ফাইনালে প্রতিপক্ষ কোকো গাউফকে পাত্তাই দিলেন না র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই টেনিস তারকা।

 

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা নিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন গাউফ। কিন্তু তিনি পারলেন না। মার্কিন এই টেনিস তারকাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজের করে নেন শিয়াওতেক।

ফরাসি ওপেন জিতে দারুণ এক রেকর্ড গড়লেন পোলিশ টেনিস তারকা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ২০০২ সালে ভেনাস উইলিয়ামসের গড়া রেকর্ড ছুঁলেন তিনি।

আসরের ফাইনালে আগামীকাল রোববার (৫ জুন) ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন ১৩ বারের রেকর্ড চ্যাম্পিয়ন নাদাল ও নরওয়ের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে টুর্নামেন্টটির ফাইনালে কোয়ালিফাই করা রুড।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।