ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হতাশা নিয়ে ফিরছেন রোমান-দিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২২
হতাশা নিয়ে ফিরছেন রোমান-দিয়ারা ফাইল ফটো

আর্চারি বিশ্বকাপ (স্টেজ-৩) থেকে খালি হাতে ফিরতে হচ্ছে রোমান সানা, দিয়া সিদ্দিকীদের। কারণ দলগত ইভেন্টের পর এবার রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টগুলো থেকেও বাদ পড়েছেন বাংলাদেশের আর্চাররা।

ফ্রান্সের প্যারিসে শুক্রবার এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপে ইতালির প্রতিযোগীর বিপক্ষে ৭-৩ সেট পয়েন্টে জেতেন রোমান সানা। কিন্তু প্রি-কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার উহ জিন হাইকের কাছে।

এ ছাড়া এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপেই ৭-১ সেট পয়েন্টে হেরে বাদ পড়েন সাগর ইসলাম। বাংলাদেশের আরেক প্রতিযোগী মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল'ও বাদ পড়েন প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে। হেরে যান ৭-৩ সেট পয়েন্টে।

রিকার্ভ মহিলা এককেও এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের মুচিনো ফের্নান্দেজ জেনিফারকে হারানোর পর ডেনমার্কের প্রতিযোগীর কাছে একই ব্যবধানে হেরে ছিটকে যান।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।