ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে ইয়েমেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে ইয়েমেন

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রোববার (৯ অক্টোবর) বাংলাদেশকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন অনূর্ধ্ব-১৭ দল।

এই হারে সেরা ছয় রানার্স আপ হয়ে মূল পর্বে যাওয়া কঠিন হয়ে দাঁড়াল বাংলাদেশের।

গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত ইয়েমেনের।

১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ছয় রানার্স আপ পাবে মূল পর্বে খেলার টিকিট। ‘ই’ গ্রুপে রানার্স আপ হলেও সেরা ছয় রানার্সআপ হওয়া বাংলাদেশের জন্য কঠিনই বলা যায়।

প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধে যোগ করা সময়ে ৩-০ করেন কাশেম।

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে কাজে লাগাতে পারেনি। বরং ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।