ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

ভলিভলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
ভলিভলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’-কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, পোলার আইসক্রীমের পৃষ্ঠপোষকতায়, স্পেলবাউন্ড লিও বার্নেট-এর পরিচালনায় আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।

আজ সোমবার (১০ অক্টোবর) ভলিভল পুরুষ বিভাগের ফাইনাল আয়োজিত হয়েছে।

ফাইনালে জয়ী হয়েছে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে সরকারি তিতুমীর কলেজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাসিম বাহার।  

সারাদেশের ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবারের আসরে। আজ গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফাইনাল খেলা আয়োজিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।