ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রাঞ্চাইজি হকির ট্রফি উন্মোচন

নিজেদের ভাবনা জানালেন ছয় অধিনায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
নিজেদের ভাবনা জানালেন ছয় অধিনায়ক ছবি: শোয়েব মিথুন

রাত পোহালে নতুন যুগে পা রাখবে বাংলাদেশের হকি। আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’।

বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি হকি টুর্নামেন্ট।  

আজ (২৭ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি হকির ট্রফি উন্মোচিত হয়েছে। একই সাথে ছয় দলের অধিনায়ক এবারের আসর নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন গণমাধ্যমে।

এবারের আসরে অংশগ্রহন করছে ছয়টি দল। ছয় দলের অধিনায়কই জানালেন চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। উদ্বোধনী ম্যাচে আগামীকাল মাঠে নামবে একমি চট্টগ্রাম। তাদের প্রতিপক্ষ সাইফ পাওয়ার গ্রুপ খুলনা।  

একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘এই লিগের মাধ্যমে হকির পরিবর্তন সম্ভব। প্রতিটি দল সমান। কেউ বলতে পারবেন না কোন দল এগিয়ে আছে। সবগুলোই হাই ভোল্টেজ ম্যাচ। কাল প্রথম ম্যাচ, আমাদের লক্ষ্য জয় দিয়ে শুরু করা। এটা আমাদের ভাল অভিজ্ঞতা হবে। সাইফ পাওয়ারটেক নিয়ে আমাদের পাকিস্তানী কোচ ওয়াসিম বিশ্লেষণ করেছেন। আমরা রক্ষণাত্মক কৌশল নেব, তারপর পরিস্থিতি অনুযায়ি খেলব। শিরোপা জয়ের জন্য আমরা চেষ্টা করবো। ’

নিজেদের প্রস্তুতি জানিয়েছেন সাইফ পাওয়ার খুলনার অধিনায়ক খোরশেদুর রহমান। তিনি বলেন, ‘ফরমেশন ও কৌশল নির্ধারনের বিষয়গুলো নিয়ে কোচিং স্টাফরা কাজ করছেন। একমির সঙ্গে প্রথম ম্যাচে প্রতিপক্ষ দলের পরিকল্পনা মোতাবেক আমরা খেলার চেষ্টা করব। বিপ টেস্ট, তারপর অনুশীলন হয়েছে। আমরা সবাই ফিট। আমরা চাইবো দলের সমন্বয় বজায় রেখে ভাল হকি খেলতে। ’

আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। দলের অধিনায়ক ইমরান হাসান পিন্টু বলেন, ‘এটা আমাদের জন্য সুখবর। এখান থেকে অনেক নতুন খেলোয়াড় উঠে আসবে। জুনিয়রদের বলেছি ভাল জিনিসগুলো এখান থেকে লুফে নাও। বিদেশী খেলোয়াড় ও বিদেশী কোচিং স্টাফদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ আছে। ’

দলের খবর প্রতিনিয়তই নিচ্ছেন সাকিব আল হাসান। তার সঙ্গে নিয়মিত ভার্চুয়ালি যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন পিন্টু। তিনি বলেন, ‘সে (সাকিব) আমাদের শুভ কামনা জানিয়েছে। সাকিবের দল হিসেবে চাপটা আমরা নিচ্ছি না। আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। খেলোয়াড় সংখ্যাটা বাড়ানো হলে দলগুলোর জন্য ভাল হতো। তাতে আরও বেশি খেলোয়াড় নতুন অভিজ্ঞতা নিতে পারবে। স্বল্প সময়ে অনেকগুলো কঠিন ম্যাচ খেলতে হবে। এটা অবশ্যই কঠিন। এখানে সব দলই সমান, তারপরও অভিজ্ঞ দল হিসেবে আমরা নিজেদের এগিয়ে রাখব। ’

সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন ঢাকা। দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা বরাবরই ভাল মানের ম্যাচ খেলার জন্য ফেডারেশনের কাছে দাবী জানাই। এখানে ভাল মানের বিদেশী খেলোয়াড় এসেছে। তাদের পাশে থেকে আমরা জুনিয়ররা নতুন অভিজ্ঞতা অর্জন করবো। এটা জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচের অভিজ্ঞতা বাড়াতে সহায়তা করবে। ক্লাব পর্যায়ে খেলার সময় যে প্রতিদ্বন্দ্বীতা হয়, এখানেও একই প্রতিযোগিতা হবে। ’

‘ক্লাব পর্যায়ে আবাহনী, ঊষা, মেরিনার্স ও মোহামেডান শক্তিশালী দল গড়ে। এখানে সব দলই শক্তিশালী। ক্লাব পর্যায়ে বিদেশী খেলোয়াড় থাকলেও বিদেশী কোচিং স্টাফ থাকেন না। এখানে কিন্তু বিদেশী কোচিং স্টাফ পাচ্ছি। তাদের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা অর্জন করছি। যা জাতীয় দলেও আমাদের সহায়তা করবে। ’

মেট্রো এক্সপ্রেস বরিশালের অধিনায়ক রোমান সকারের মতে স্কোয়াড আরও একটু বড়ড় হলে ভালো হতো। তিনি বলেন, ‘সবগুলো দলের ফিজিক্যাল কন্ডিশন ভাল। তারপরও স্বল্প সময়ে অনেক ম্যাচ খেলতে হবে। আমার মনে হয় স্কোয়াড বড় হলে তা সবগুলো দলের জন্যই ভাল হতো। খেলোয়াড়দের রেস্ট দিয়ে ম্যাচগুলো খেলা যেতো। কারন টাইট শিডিউলের ইনজুরি হওয়ার সম্ভাবনা প্রকট। সে ক্ষেত্রে বিকল্প খুজে পাওয়া কঠিন হবে। ’

রূপায়ণ গ্রুপ কুমিল্লার অধিনায়ক সোহানুর রহমান সবুজ বললেন তারা লড়াই করতে প্রস্তুত। তিনি বলেন, ‘বিকেএসপিতে ভাল সুবিধা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। রূপায়ণ গ্রুপ আমাদের ভাল সুবিধা দিচ্ছে। আমরা তা কাজে লগিয়ে মাঠে ভাল খেলতে পারব বলে বিশ্বাস করি। এখানে সিনিয়র ও জুনিয়র মিশেলে গড়া দলগুলোর সঙ্গে মানসম্পন্ন বিদেশীও আছে। যাদের কম্বিনেশন ভাল হবে, তাদের এখানে ভাল করার সম্ভাবনা বেশি। ’

আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে মাঠে নামবে একমি চট্টগ্রাম এবং সাইফ পাওয়ার খুলনা। দ্বিতীয় ম্যাচে রাত ৮টা ১৫ মিনিটে মাঠে নামবে রূপায়ন সিটি কুমিল্লা এবং মোনার্ক পদ্মা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।