ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে চতুর্থ কলি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে চতুর্থ কলি

গত মাসে মিশরের কায়রোতে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদকের লড়াইয়ে থাকতে পারেননি কামরুন নাহার কলি। ৬২৯ দশমিক ২ স্কোর করেও সেরা আটে জায়গা হয়নি।

তবে এবার দক্ষিণ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছেন কলি। মাত্র ০.৩ পয়েন্টের আক্ষেপে পুড়তে হয়েছে দেশের প্রতিশ্রুতিশীল এই শুটারকে।

২৫৯.১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন কলি। আর তৃতীয় স্থানে থাকা কাজাখস্তানের শুটার অ্যালেক্সান্ডারের স্কোর ২৫৯.৪। আগের চেয়ে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন কলি। কথা নিজের কথা রেখেছেন তিনি। এখনও মিক্সড টিম ইভেন্টের খেলা বাকি আছে। সেই ইভেন্টে পদকের আশা করছেন কলি। প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার চো এনইয়ং। তার পয়েন্ট ২৬২.৫। চতুর্থ থাকা কলির চেয়ে মাত্র ৩.৪ পয়েন্ট বেশি পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।