ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালয়েশিয়ায় ম্যারাথনে অংশ নেবেন ইমামুর-ইহসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
মালয়েশিয়ায় ম্যারাথনে অংশ নেবেন ইমামুর-ইহসান

আগামীকাল (১৩ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ম্যারাথন কুয়ালালামপুর স্ট্যান্ডার্ড চার্টাড ম্যারাথন-২০২২। স্থানীয় সময় রবিবার রাত ৩.৪৫ মিনিটে কুয়ালালামপুরের ডাটারান মেরেডাকায় শুরু হবে এই ম্যারাথন।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার এথলেট এই ম্যারথন আসরে অংশ নেন।  

এবারের এই ম্যারাথন আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন ইমামুর রহমান ও আর এ ইহসান। দেশের এই দুই অ্যাথলেট ২১.০৯৭৫ কিমি (হাফ ম্যারাথন) ক্যাটাগরিতে অংশ নেবেন।  
ম্যারাথন বিশ্বের একটি জনপ্রিয় স্পোর্টস। যেখানে ৪২.১৯৫ কি.মি দীর্ঘ দৌড়কে বলা হয় ফুল ম্যারাথন এবং ২১.০৯৭৫ কি.মি কে বলা হয় হাফ ম্যারাথন এবং ৫০ কিলোমিটার থেকে শুরু হয় আল্ট্রা ম্যারাথন।  

আল্ট্রা ম্যারাথন রানার আর এ ইহসান জানান, তিনি এর আগেও দেশের বাহিরে ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গপুরের বেশ কিছু আন্তর্জাতিক ম্যারাথনে ফুল এবং হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশ নিয়ে ম্যারথন কোর্স সম্পূর্ণ করে ফিনিশার মেডেল অর্জন করেন।  এছাড়াও তিনি গত বছর মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন।  

সম্প্রতি থাইল্যান্ডের 'ব্যাঙ্গসায়েন ৪২' ম্যারথনে অংশ নেওয়া আল্ট্রা রানার ইমামুর রহমান জানান আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার পাশাপাশি 'বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে কাজ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।