ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

আই লাভ দীপিকা : মৌসুমী হামিদ

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
আই লাভ দীপিকা : মৌসুমী হামিদ মৌসুমী হামিদ / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজের বাসার ছাদে চিলেকোঠা তৈরি করে নিয়েছেন মৌসুমী হামিদ। কাজ না থাকলে এখানেই বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি।

মাঝে মধ্যে ইচ্ছে হলে হঠাৎ বন্ধুদের সঙ্গে নিয়ে ইলিশের স্বাদ নিতে চলে যান মাওয়া ঘাটে। ক্রিকেট খেলা হলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা যায় তাকে। চঞ্চল, দুষ্ট প্রকৃতির এই মেয়েটির চলাফেরা অন্যদের চেয়ে একটু আলাদা বলেই অনেকে টমবয় বলে ডাকে। তার ভক্ত অনেক। তিনি কার ভক্ত? উত্তরে বললেন, ‘আই লাভ দীপিকা। তার নাচ, অভিনয়, ফিগার সুন্দর। ’

বিনোদন অঙ্গনে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা সব দুয়ার খুলে দিয়েছে তার জন্য। ছোটপর্দার গন্ডি পেরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন বড়পর্দায়ও। মৌসুমী হামিদ এখন সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদের্ঘ্য প্রেম কাহিনী টু’ (শাকিব খান, ইমন) ও ‘ব্ল্যাকমানি’ (সায়মন) ছবিতে কাজ করছেন। এ ছাড়া অনন্য মামুনের শেষ করেছেন ‘ব্ল্যাকমেইল’ (মিলন) ছবির কাজ। মাসুম পারভেজ রুবেলের পরিচালনায় ‘মিশন সিক্স’ (জায়েদ খান) নামে একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন মার্চে।

এরই মধ্যে প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তবে সেগুলো নাচ-গানে ভরপুর চেনা বাণিজ্যিক ছবি নয়। মৌসুমী জানালেন, ‘রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের ছবিতে কাজ করছি বেশি। যাদের সঙ্গেই কাজ করি না কেনো, নায়িকা হিসেবে আমার প্রত্যাশা ছবিগুলো হিট হোক। ’

বাণিজ্যিক ছবিতে তার পছন্দের নায়ক কারা? উত্তরে মৌসুমী হামিদ বলেন, ‘আমার উচ্চতা অনুযায়ী শাকিব খান ও আরিফিন শুভর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। আর শাকিব খান তো আমাদের দেশে একটি ব্র্যান্ড। আমি নিশ্চিত, তার সঙ্গে ছবি করলেই হিট হবে। ’

চলচ্চিত্রকে হুট করেই গুরুত্ব দেওয়া শুরু করেননি মৌসুমী হামিদ। তার চোখে পড়েছে ইতিবাচক পরিবর্তন। মানসম্পন্ন ও ভালো ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে এখন। তাই নিজেকে গুছিয়ে কাজে নেমে পড়েছেন তিনি। সম্প্রতি শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মেন্টাল’ ছবির একটি আইটেম গানে নেচেছেন। এমন কাজ নিয়মিত করবেন কি-না প্রশ্ন তুলতেই তড়িঘড়ি বলে উঠলেন, ‘না। সিনেমা, সময়, স্থান, বাজেট- সবকিছু ভেবে কাজ করতে চাই। ’

তবে অভিনয়ের জন্য তারকাদের অনেক জীবনও বাজি দিতে হয়। কয়েকদিন আগে ‘ব্ল্যাক মানি’ ছবির শুটিংয়ের কাজে কাপ্তাইয়ে যাওয়ার পথে গাড়িতে বোমা মারা হয়েছিলো। সেই গাড়িতে ছিলেন মৌসুমী হামিদও। তাই বিপদ থেকে বেঁচে ফিরেছেন বলে জানালেন তিনি। এ ঘটনার রেশ ধরে জানতে চাওয়া হলো, বিপদে পড়লে কাকে প্রথম ফোন করেন তিনি? তার উত্তর, ‘বিপদে পড়লে নিজে নিজে সমাধান করি। এখন আর কাউকে ফোন দিতে হয় না। আগে দিতে হতো। সেই সময়টা পেরিয়ে এসেছি। ’

রূপালি পর্দায় ব্যস্ততা বাড়লেও ছোটপর্দাকে টাটা জানাতে চান না মৌসুমী হামিদ। কারণ তিনি মনে করেন, ছোটপর্দাই তার মূল শিক্ষাঙ্গন, ‘ছোটপর্দা আমার মাস্টার। শিক্ষকরা মন খারাপ করলে তো ছাত্রীর ফল ভালো হবে না। তাই ছোটপর্দায় কাজ ছাড়ছি না। দুই পর্দাতেই কাজ করে যেতে চাই। ’

সবেশেষে মৌসুমীর বিয়ে নিয়ে ভাবনার কথা জেনে ফেলি। কিন্তু বিয়ের প্রসঙ্গ আসতেই মৌসুমীর উত্তর, ‘বিয়ে নিয়ে ভাবতে চাই না। কারণ প্রেম, বিয়ে, এসব হলো পেইন!


বাংলাদেশ সময় :  ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ