আবু হেনা রনি এখন নতুন স্বপ্ন বুনছেন। সেটা হলো ‘বুনো পায়রা’।
এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে একটি করে শো দেখানো হয়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে অনুষ্ঠান। টিকিট কেটে এই আয়োজন উপভোগের ব্যবস্থাও রয়েছে। ৫০-৬০ জন বসে দেখতে পারেন এখানে। রনি বললেন, যারা শিখতে আগ্রহী, তাদেরকে প্রাধান্য দেওয়া হয় এখানে। প্রায় বছর খানেক হলো এই কার্যক্রম চলছে। শিক্ষানবিশদের প্রশিক্ষণও দেওয়া হয়। ’
আজ বুধবার বিকেলে বাংলানিউজ কার্যালয়ে এসে ‘বুনো পায়রা’ নিয়ে আরও কিছু পরিকল্পনার কথা জানালেন রনি। টিভি অনুষ্ঠানের কৌতুক বা রম্য বিষয়ক অনুষ্ঠানের ডিজাইন ও পরিকল্পনা কেমন হবে তা করতে চান তারা। এ ধরনের অনুষ্ঠানের পান্ডুলিপি কেমন হবে তা-ও নির্বাচনের দায়িত্ব নিতে আগ্রহী ‘বুনো পায়রা’ প্রতিষ্ঠান। এমনকি নিজেদের নির্মাণে পুরো কাজটা নিজের পরিকল্পনামাফিক করতে চান রনি। তার ভাষ্য, ‘কলকাতা গানে এগিয়েছে। আর আমরা এ জায়গায় এগোতে চাই। আমি মনে করি, এই জায়গায় তাদের চেয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের। এসব আশা নিয়ে প্রতিষ্ঠানটি (বুনো পায়রা) দাঁড় করাতে চাই। ’
এদিকে বাংলাদেশ কমেডি ক্লাবের উদ্যোগে দেশের সাত বিভাগে সাতটি কমেডি ক্লাব তৈরি করেছেন রনি। প্রতি মাসে একটি করে কমেডি শো করা হয় বিভাগীয় ক্লাবগুলোকে। পহেলা বৈশাখে পতেঙ্গায় শো হয়েছে। এর আয়োজন করেছিল চট্রগ্রাম কমেডি ক্লাব। এ ছাড়া কর্পোরেট শো, চট্রগ্রাম বন্দরীর প্রতিষ্ঠাবার্ষিকী শোসহ বেশ কয়েকটি অনুষ্ঠান তারা পেয়েছেন।
রনি বললেন, ‘অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কমেডি ক্লাব তৈরি করছি। অনেকেই যেন এটাকে পেশা হিসেবে নিতে পারেন, সেজন্যই এই প্রচেষ্টা। তাই কমেডি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছি। উপস্থাপনাতেই কমেডিটা সঠিকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। অভিনয়ে সে সুযোগ পাওয়া যায় কম। ’
বর্তমানে ফারহানা নিশোর সহযোগী হিসেবে গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রনি। কোনো পান্ডুলিপি ছাড়া এ অনুষ্ঠানে তাৎক্ষণিক কৌতুক বলতে হয় তাকে। পহেলা বৈশাখ থেকে এর প্রচার শুরু হয়েছে। প্রতি শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করতে পারবেন। এ ছাড়া এটিএন বাংলার ‘কমেডি আওয়ার’, ‘সিনে মিউজিক’ ও বাংলাভিশনের ‘ক্ষুদে রসিকরাজ’ অনুষ্ঠানগুলোতে তাকে উপস্থাপক হিসেবে পাওয়া যাচ্ছে এক বছরের বেশি সময় ধরে।
এদিকে আগামী রোজার ঈদে মুক্তি পাবে আবু হেনা রনির নতুন ছবি ‘পদ্মপাতার জল’। তন্ময় তানসেনের পরিচালনায় এতে তার চরিত্রের নাম বিষু। তার কথায়, ‘চলচ্চিত্রে সচরাচর যে ধরনের কমেডি দেখা যায়, এখানে তার চেয়ে নতুনত্ব পাওয়া যাবে। ’
ভারতের জি-বাংলা টিভি চ্যানেলে প্রচারিত ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরই আবু হেনা রনির কমেডি প্রতিভা প্রকাশ্যে আসে। হাসিখুশি মেজাজের এই তরুণের চোখ-মুখ ও কথাবার্তা সহজেই মন কাড়ে সবার। নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রাম থেকে উঠে এসে তিনি এখন দুই বাংলার জনপ্রিয় মুখ। শুভকামনা রনি, এগিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ