ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

তারার ফুল

সুরে সুরে সরাসরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
সুরে সুরে সরাসরি

ঈদে নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানের ভিড়ে আলাদাভাবে দর্শক-শ্রোতার আগ্রহে থাকে সরাসরি সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে একক শিল্পীদের পাশাপাশি থাকে ব্যান্ডের পরিবেশনা।

একই অনুষ্ঠানে একাধিক শিল্পীরা সমবেতভাবেও অংশ নেন। দেশের পাশাপাশি বিদেশি শিল্পীরা ঈদ উপলক্ষে গাইতে ঢাকায় আসেন। এবারও দেখা যাবে এসব চিত্র। শোনা যাবে গান। ঈদের সরাসরি সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে নির্বাচিত কয়েকটির খবর জেনে নিন।

বাপ্পা মজুমদার
মাছরাঙা টিভির ‘রাঙা রাত’ অনুষ্ঠানে গাইবেন বাপ্পা মজুমদার। সঙ্গে থাকবে তার ব্যান্ড দলছুট। ঈদের চতুর্থ দিন ১১টা ৪০ মিনিট থেকে সরাসরি তাদের পরিবেশনা উপভোগ করা যাবে। জিটিভির ‘গানোফোন’ অনুষ্ঠানেও থাকবেন তিনি। গান গাইবেন, কথা বলবেন দর্শকদের সঙ্গে। ঈদের চতুর্থ দিন রাত ১২টায় প্রচার হবে এটি।

হৃদয় খান
দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিট থেকে সরাসরি গান শোনাবেন হৃদয় খান। এ ছাড়া তিনি থাকবেন মাছরাঙা টিভির ‘রাঙা রাত’-এ। ঈদের দিন রাত ১১টা ৪০ মিনিটে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি।

জলের গান
ঈদের পঞ্চম দিন রাত ১২টায় জলের গান থাকবে জিটিভির ‘গানোফোন’ অনুষ্ঠানে। ঈদের পঞ্চম দিন রাত ১২টায় প্রচার হবে এটি। একই দিন রাত ১০টা ৩৫ মিনিট থেকে বৈশাখী টিভিতে গান করবে ব্যান্ডটি।

চিরকুট
বৈশাখী টিভিতে ঈদের পরদিন রাত ১০টা ৩৫ মিনিটে গাইবে ব্যান্ড চিরকুট। ঈদের পঞ্চম দিন তারা থাকবে দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে। এটি প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ঈদের সপ্তম দিন রাত ১২টায় জিটিভির ‘গানোফোন’ অনুষ্ঠানে থাকবে চিরকুটে সরাসরি পরিবেশনা।



বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ