‘এলেন, অভিনয় করলেন, জয় করলেন লাখো দর্শকের হৃদয়’- এরকম গল্পের মতোই হয়ে উঠেছিলো সালমান শাহ’র অভিনয় জীবনের শুরুটা। সময় গড়ানোর সঙ্গে জাদুর মতোই তা পরিণত হয় উন্মাদনায়।
* ও আমার বন্ধু গো (কেয়ামত থেকে কেয়ামত)
* এখানে দু’জনে নির্জনে (অন্তরে অন্তরে)
* পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে (জীবন সংসার)
* তোমাকে চাই শুধু তোমাকে চাই (তোমাকে চাই)
* আমি যে তোমার কে (বিচার হবে)
* ও সাথী যেওনা কখনও দূরে (স্বপ্নের ঠিকানা)
* এই ঘর এই সংসার (এই ঘর এই সংসার)
* সব সখিরে পার করিতে নেবো আনা আনা (সুজন সখি)
* তুমি আমায় করতে সুখী জীবনে (তোমাকে চাই)
* তুমি মোর জীবনের ভাবনা (আনন্দ অশ্রু)
বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেএইচ