বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার অস্কারের ৮৮তম আসরের দিকে সবার চোখ। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এটি।
৬,২৬১ : অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৬১।
২৪ : প্রতিযোগিতামূলক পুরস্কারের বিভাগ ২৪টি।
৩০৫ : সেরা ছবির বিভাগে জমা পড়েছে ৩০৫টি চলচ্চিত্র (গত বছর ছিলো ৩২০)।
৮০ : বিদেশি ভাষার ছবির বিভাগে জমা পড়েছে ৮০ দেশের ৮০টি চলচ্চিত্র।
২৫,০৯০: ডলবি থিয়েটারের বলরুমের আয়তন ২৫ হাজার ৯০ স্কয়ার ফুট।
৩৩০০ : ডলবি থিয়েটারের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩০০।
৬০ : ডলবি থিয়েটারের অভ্যন্তরে টিকেট সংক্রান্ত সহকারীর দায়িত্বে থাকবেন ৬০ জন।
২২৫ : অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ২২৫টি দেশে।
২৫০ : এবিসি নেটওয়ার্কে অস্কার অনুষ্ঠান সম্প্রচারের প্রোডাকশন অফিসে কর্মরত থাকছেন ২৫০ জন।
১০০ : প্রোডাকশনের কাজে ব্যবহৃত হবে ১০০টি গাড়ি।
২৭০ : সম্প্রচারের সময় কাজ করবেন মোট ২৭০ ক্রু সদস্য।
৭৮৭ : অ্যাকাডেমি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ৭৮৭টি সংবাদ সংস্থা।
২৮৮ : অস্কারে অংশগ্রহণের ক্রেডেনশিয়াল পেয়েছে ২৮৮টি সংবাদ সংস্থা।
১৪১৫ : প্রেস ক্রেডেনশিয়াল পেয়েছেন ১ হাজার ৪১৫ জন সাংবাদিক (কারিগরি সদস্যসহ)
১০১৩ : ক্যামেরা অপারেটর, অডিও টেকনিশিয়ান ও অন্যান্য ক্রুসহ ১ হাজার ১৩ জন টিভি সংবাদকর্মী পেয়েছেন ক্রেডেনশিয়াল।
৭৪৫ : লালগালিচায় বসার জন্য রাখা হচ্ছে ৭৪৫টি আসন।
৬৩ : লালগালিচায় ছবি তোলার ক্রেডেনশিয়াল পেয়েছেন ৬৩ জন আলোকচিত্রী।
৩৬ : লালগালিচায় থাকার ক্রেডেনশিয়াল পেয়েছেন ৩৬ জন সংবাদকর্মী।
৫০০ : লালগালিচার দৈর্ঘ্য ৫০০ ফুট।
৩৩ : লালগালিচার প্রস্থ ৩৩ ফুট।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ