ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তারার ফুল

বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই: ইরফান খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই: ইরফান খান ইরফান খান/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেশ খোশমেজাজে ছিলেন ইরফান খান। বুধবার (১৬ মার্চ) দুপুরের আগে বাংলাদেশের মাটিতে পা রাখার পরই তিনি মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।

ছবি শিকারীদের সঙ্গে তাই রসিকতাও করলেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে। এখানেই কয়েক মিনিটের ঝড়ো সংলাপ বিনিময় হলো হলিউড-বলিউড কাঁপানো অভিনেতার সঙ্গে। সাক্ষাৎকারের বিষয় যথারীতি ‘ডুব’, যে ছবির কাজে ঢাকায় এসেছেন তিনি। মুখভর্তি দাঁড়ি, কলাপাতা রঙের ব্লেজার, স্কার্ফ, ছাইরঙা ক্যাপ, দুই কানে দুল, পুরনো আমলের রোদচশমা- এই হলো ইরফান খানের সাজসজ্জা। ঠিক এই বেশে ক্যামেরাবন্দি হলেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ইংরেজির পাশাপাশি হাতে গোনা বাংলা শব্দও উচ্চারণ করেছেন ইরফান। পড়ুন তার সাক্ষাৎকার-

বাংলানিউজ: আপনি তো হলিউডের নির্মাতা স্পিলবার্গের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ছবিতে এলেন। এটা মুগ্ধতার জন্যই?
ইরফান খান: স্পিলবার্গের ছবি আমি ফিরিয়ে দেইনি। আসলে সময় ও সুযোগ মিলেনি। আর ফারুকী আমাকে কনভিন্স করেছেন। তাই কাজ করছি। এমনকি প্রযোজনাও করছি।

বাংলানিউজ: নতুন ছবি, আপনার ব্যস্ততাও অনেক। শুটিংয়ের ফাঁকে আর কী করার ইচ্ছে?
ইরফান: বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। এটা বলা যায় ছবির পূর্বপ্রস্তুতি।

বাংলানিউজ: এটা তো বাংলা ছবি। বাংলা কতোদূর শিখেছেন?
ইরফান: আমি এর আগে ছবির প্রয়োজনে একটু আধটু বাংলা বলেছি। কিন্তু নতুন এ ছবিতে বাংলা সংলাপ অনেক। তাই বাংলা বলার চেষ্টা করছি। তবে কোথাও সেভাবে শিখিনি। আশা করি, আমার বাংলায় মুগ্ধ হবেন বাংলাদেশিরা!

বাংলানিউজ: বাংলাদেশের এ প্রজেক্টে আপনি সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য কী?
ইরফান: না করে উপায় ছিলো না (হাসি)। ডিরেক্টরের (ফারুকী) ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।

বাংলানিউজ:  ছবির সহ-প্রযোজক আপনি। এ বিষয়ে কেন আগ্রহী হলেন?
ইরফান: এতে ভালোলাগার একটা বিষয় আছে। তবে বলতে পারেন, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।

বাংলানিউজ: বাংলাদেশের কোন কোন ছবি দেখেছেন?
ইরফান: খুব বেশি নয়। তবে যা দেখেছি, সেটাও মন্দ নয়!

বাংলানিউজ: মোস্তফা সরয়ার ফারুকীর ছবির বাইরে আর কী কী  দেখেছেন?
ইরফান: ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ দেখেছি। আমার ভালো লেগেছে। এছাড়া কিছু নাটক দেখেছি। ফারুকীর কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।

বাংলানিউজ: এ ছবিতে আপনার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। তার কাজ দেখেছেন?
ইরফান: তার কাজ দেখেছি। আর অভিনয় তো এখনও করিনি। তবে সেটা উপভোগ্যই হবে বলে মনে করছি।

বাংলানিউজ: ঢাকা কেমন লাগছে?
ইরফান: চমৎকার। তবে এখনও তো সেভাবে দেখার সুযোগ হয়নি। সময় পেলে একটু ঘুরে দেখবো।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসও

** ইরফান খান এখন ঢাকায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ