ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

কোয়ার্টারে মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
কোয়ার্টারে মারে-নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের গোল্ড মেডেল জয়ের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। টেনিসের একক ইভেন্টে দু’জনই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

র‌্যাংকিংয়ের ৪১ নম্বরে থাকা ইতালির ফ্যাবিও ফোগনিকে প্রথম সেটে ৬-১ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন মারে। তবে দ্বিতীয় সেটেই মুদ্রার উল্টো পিঠ দেখেন! ৬-২ গেমে হেরে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দেন ব্রিটিশ সেনসেশন। তৃতীয় সেটে আর প্রতিপক্ষকে সুযোগ দেননি। ৬-৩ গেমের জয়ে শেষ আটে পা ‍রাখেন টেনিসের দ্বিতীয় বিশ্বসেরা।

অপর ম্যাচে ফ্রেঞ্চ তারকা গিলেস সিমোনের বিপক্ষে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ২০০৮ অলিম্পিক জয়ী নাদাল। টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়েই লিড নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। দ্বিতীয় সেটটি (৬-৩) অবশ্য সহজেই উতরে যান স্প্যানিশ আইকন।

২০১২ লন্ডন অলিম্পিক সেরা মারের সামনে গোল্ড মেডেল ধরে রাখার চ্যালেঞ্জ। সেমি নিশ্চিতের ম্যাচে তিনি যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনের মুখোমুখি হবেন। স্বাগতিক ব্রাজিলের থমাস বেলুচ্চির বিপক্ষে কোর্টে নামবেন নাদাল। বেলজিয়ান ডেভিড গোফিনকে ৭-৬ (১২-১০), ৬-৪ গেমে বেলুচ্চি ও রাশিয়ান ডন্সকয়কে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন জনসন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ