ফাইনালে মারের বিপক্ষে পাঁচটি গেম জিতলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি স্পেনের ফার্নান্দো ভার্ডাস্কো। ৬-৩, ৬-২ গেমের দাপুটে জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
এর মধ্য দিয়ে রেকর্ডবুকে জায়গা করেন মারে। টুর্নামেন্টের ২৫ বছরের ইতিহাসে এ প্রথম কোনো ব্রিটিশ খেলোয়াড় দুবাই ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা দৌড়ে ফেভারিট হয়েও চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন মারে। পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে ইতিহাস গড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। দুবাইতে অবশ্য দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হন সুইস কিংবদন্তি।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম