ক’দিন আগে সেরেনাকে নিয়ে প্রশ্নে নাসতাসে বলেছিলেন, ‘দেখা যাক, সেরেনার বাচ্চার রং কেমন হয়। দুধের মধ্যে চকোলেট দিলে যে রকম হয়, সে রকম কি না।
যে বিদ্রুপের জবাবে সেরেনা তার ইনস্ট্যাগ্রামে লিখেছেন, ‘আমার ভেবে অত্যন্ত খারাপ লাগছে যে আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে ইলি নাসতাসের মতো লোক ঘুরে বেড়াচ্ছে। যে আমার এবং আমার গর্ভের সন্তানের উদ্দেশে এ রকম বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে পারে। ’
এতেই থামেননি সেরেনা। তিনি আরও লিখেছেন, ‘আমি তোমার মতো ভীত নই। আমি কাপুরুষ নই। আমার উগ্রতা কি তোমার অপছন্দ? তোমার কথা দিয়ে তুমি আমাকে গুলি করতে পার...তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করতে পার, কিন্ত আমি ঠিক ভেসে উঠব। ’
নাসতাসেকে আক্রমণ করার পাশাপাশি আইটিএফকে ধন্যবাদ দিয়ে নারী টেনিসের এক নম্বর তারকা সেরেনা বলেছেন, তদন্ত চলাকালীন তার পূর্ণ সমর্থন পাবে টেনিস সংস্থা। আইটিএফ প্রেসিডেন্ট ডেভিড হ্যাগার্টি বলেছেন, ‘আমরা সব কিছু খতিয়ে দেখে তদন্ত করব। নাসতাসের বক্তব্যও আমরা শুনব। ’
গত ২৮ জানুয়ারি সেরেনা যেদিন অস্ট্রেলিয়ান ওপেনের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন, সেদিনই সেরেনা প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ট্রফিতে চুমু খাওয়ার পরে তাকে খুব একটা ব্যাট হাতে কোর্টে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমএমএস