ডোপ কেলেঙ্কারির জন্য ১৫ মাসের নির্বাসনের শাস্তি কাটিয়ে স্টুটগার্ট ওপেনে পারফর্ম করছেন শারাপোভা।
কানাডিয়ান তারকা ইউজেনি বুচার্ড তোপ দেগে বসেন মেয়েদের টেনিসের বিশ্বসংস্থা ডব্লুটিএকে।
বুচার্ড তাকে ‘প্রতারক’ বলা নিয়ে শারাপোভা অবশ্য বিতর্ক না বাড়িয়ে জবাব দিয়েছেন, ‘এই নিয়ে আমার কিছুই বলার নেই। এসব থেকে আমি এখন অনেক দূরে। ’ তার কাছে এখন প্রত্যাবর্তনের পরে কোর্টের চ্যালেঞ্জটাই আসল। যেখানে ফিরে আসার পরে তিন নম্বর বাধাটাও পেরিয়ে গেছেন স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে পৌঁছে।
কোয়ার্টার ফাইনালে শারাপোভার লড়াই ছিল এস্তোনিয়ার উঠতি তারকা অ্যানেট কন্টাভেইয়ের বিরুদ্ধে। তাকে ৬-৪, ৬-৩ হারানোর পরই সেমিতে ওঠার আনন্দে মাতেন।
এদিকে ৩০ বছর বয়সী শারাপোভার জন্য সুখবর অপেক্ষা করছে। কেননা আর একটি জয়ই খুলে দেবে তার জন্য আনন্দের দুয়ার। স্টুটগার্টের শেষ চারের ম্যাচ জিততে পারলেই উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামের বাছাই খেলতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৭
এমএমএস