ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কষ্টার্জিত জয়ে চতুর্থ রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
কষ্টার্জিত জয়ে চতুর্থ রাউন্ডে নাদাল কষ্টার্জিত জয়ে চতুর্থ রাউন্ডে নাদাল-ছবি: সংগৃহীত

একেবারে খাদের কিনারা থেকে উঠে এসেছেন রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্র ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হয় পুরুষ টেনিসের শীর্ষ এই তারকাকে। তবে শেষ রাশিয়ান কারেন খাচানোভকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট তো ৫-৭ গেমে হেরেই গিয়েছিলেন নাদাল। তবে দ্বিতীয় সেট ৭-৫ ও তৃতীয় সেট ৭-৬ (৯-৭) টাইব্রেকারের মাধ্যমে জিতে নেন।

আর চতুর্থ সেটে ৭-৬ গেমে জিতে উল্লাসে মাতেন।

প্রায় সাড়ে চার ঘণ্টার ম্যারাথন এই ম্যাচের পর ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল জানান, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ।

চতুর্থ রাউন্ডে নিকোলোজ বাসিলাসভিলির মুখোমুখি হবেন নাদাল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ