এমন অভিযোগে বৃহস্পতিবার (১১ মে) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
এদিন স্থানীয় সময় বেলা ১১টার দিকে তৃণমূল ছাত্র পরিষদের ত্রিপুরা প্রদেশ সভাপতি ভিকি প্রসাদের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে এসে বিক্ষোভ করে।
মুখ্যমন্ত্রী বাসভবনের একেবারে সামনে যাওয়ার আগেই পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী হায় হায় বলে চিৎকার করতে থাকে বিক্ষোভকারীরা।
খবর পেয়ে পুলিশের ডিআইজি অরিন্দম নাথ, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষীসহ বিশাল পুলিশ ওটিএস আর বাহিনী ঘটনাস্থলে আসে।
পরে পুলিশ তাদেরকে প্রথমে বুঝিয়ে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু তারা তা না শুনায় তাদেরকে জোর করে বাসে তোলে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসসিএন/এসআরএস/বিএস