শনিবার (২০ মে) সাক্ষাতের সময় তারা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানান।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায বেতন থেকে বঞ্চিত করছে কর্তৃপক্ষ।
এদিন মোট চার জনের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দেওয়া সনদে মোট ৪শ’ কর্মীর স্বাক্ষর রয়েছে বলে বাংলানিউজকে জানান প্রতিনিধি দলের সদস্য অনিন্দিতা ভৌমিক।
তিনি আরো জানান, মন্ত্রী তাদের জানিয়েছেন টিএমসি স্বশাসিত সংস্থা। তাই রাজ্য সরকারের তেমন কিছু করার নেই, তারপরও কি করা যায় ভেবে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসসিএন/জেডএস