ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নবান্ন অভিযানে হামলার প্রতিবাদ আগরতলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
নবান্ন অভিযানে হামলার প্রতিবাদ আগরতলায় সমাবেশে বক্তব্য রাখছেন পবিত্র কর/ছবি: বাংলানিউজ

আগরতলা: পশ্চিমবঙ্গে বামপন্থী কৃষক ক্ষেত মজুরের নবান্ন অভিযানের সময় রাজ্যের পুলিশ বাহিনীর বর্বর আক্রমণের প্রতিবাদে সরব হলো সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে সিপিআই (এম) দলের সদর মহকুমা কমিটি এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এদিন বিকেলে দলের কর্মী-সমর্থকরা মেলার মাঠ এলাকা থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সবশেষে রাজধানীর সিটি সেন্টারের সামনে এসে এক প্রতিবাদ সভা হয়।

সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, দলের সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাশিষ গাঙ্গুলী প্রমুখ। বক্তারা পশ্চিমবঙ্গ পুলিশের এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।