১৮৯৯ সালের ২৮ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন কবি নজরুল। চুরুলিয়ার বাড়ির উঠানেই বেড়ে উঠেছিলেন বাংলাদেশের জাতীয় কবি।
জেলা ভাগের পরে বর্ধমান পশ্চিম জেলা বা দুর্গাপুর জেলায় পড়বে কবির জন্ম ভিটা।
নজরুলকে বলা হয় বর্ধমান জেলার গর্ব। জানা যায়, বর্ধমান জেলাকে দুই ভাগ করে বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম বা দুর্গাপুর জেলা নামকরণ করা হবে।
প্রশাসনিক সুবিধার জন্যই এ ভাগের সিন্ধান্ত। চুরুলিয়ায় কবির জন্ম ভিটার পাশেই বাস করেন কবির বেশ কয়েকজন উত্তরসূরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি থেকে মাটি এনে চুরুলিয়ায় একটি সমাধি স্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম ভিটায়।
এখানে রয়েছে কবির ব্যবহার করা বেশ কিছু সামগ্রী। অনেক ঐতিহাসিক ছবি, বই, এইচ এম ভি কোম্পানি থেকে কবিকে উপহার দেওয়া দু’টি গ্রামোফোনসহ কবির ব্যবহার করা বিভিন্ন বাদ্য যন্ত্র।
জেলার নাম বদলে গেলে কবির জন্মভিটাকে সাবেক বর্ধমান কিংবা দুর্গাপুর জেলা বলতে হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ভিএস/এএ