আসছে নভেম্বরে ভারতের টেলিস্টোরিয়াল লিঙ্কে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগের খরচ অনেকটাই কমে আসবে।
৪ অক্টোবর সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবছার আলম বিটিসিএল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্যগুলো জানান।
তিনি আরও বলেন, আগামী ১৭ অক্টোবর মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সাবমেরিন ক্যাবলে মেরামতের কাজ চলবে। সে কারণে ওইদিন রাত একটা থেকে ভোররাত চারটা পর্যন্ত বর্হিবিশ্বের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে সমস্যা হতে পারে। তবে বিটিসিএল নিজস্ব যন্ত্রপাতি এবং ভিস্যাটের মাধ্যমে সে সময়ের ব্যাকআপ দেওয়ার পরিকল্পনা করেছে বলে বিটিসিএল সূত্রে জানানো হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০