সাধারণত জামাকাপড় বা জুতোর ব্র্যান্ড হিসেবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড নেক্সট। এবার তারা তথ্যপ্রযুক্তি শিল্পে পা রেখেছে।
নেক্সট ট্যাবলেট কমপিউটারে গুগলের অ্যানড্রইড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এর মূল পর্দা ১০ ইঞ্চি স্পর্শকবিশিষ্ট। তথ্য ধারণে আছে ৮ গিগাবাইট স্টোরেজ। গতি সঞ্চালন করছে সর্বাধুনিক গতিসম্পন্ন আর্ম (এআরএম) প্রসেসর। আর নেটওয়ার্ক সেবায় আছে ওয়াইফাই সুবিধা।
এছাড়াও কমপিউটারটি বিদ্যুতহীন অবস্থায় নিজস্ব ব্যাটারির সাহায্য একটানা তিন ঘণ্টা চলতে সক্ষম। এ মুহূর্তে নেক্সট ট্যাবলেট কমপিউটারের আন্তর্জাতিক দাম ধরা হয়েছে ১৮০ পাউন্ড।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, স্পর্শক নেক্সট ট্যাবলেট কমপিউটার অ্যাপল আইপ্যাড এবং স্যামসাংয়ের আসন্ন ‘গ্যালাক্সি ট্যাব’ ট্যাবলেট কমপিউটারের সঙ্গে তুমুল বাজার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে। উল্লেখ্য, আগামী ১ নভেম্বর স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি ট্যাব বাণিজ্যিকভাবে উন্মুক্ত হওয়ার কথা আছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০