ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ অক্টোবর আসছেন ভারতী এয়ারটেল প্রেসিডেন্ট অতুল বিন্দাল

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
৭ অক্টোবর আসছেন ভারতী এয়ারটেল প্রেসিডেন্ট অতুল বিন্দাল

ঢাকা: ভারতী এয়ারটেল মোবাইল সার্ভিসেস লিমিটেডের প্রেসিডেন্ট অতুল বিন্দাল একদিনের সফরে ৭ অক্টোবর বাংলাদেশে আসছেন।

সফরকালে এয়ারটেল নামে ওয়ারিদ চালুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কাজ ছাড়াও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য আইবিএম, এরিকসন ও হুয়াই-এর সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করবেন তিনি।



উল্লেখ্য, গত জানুয়ারিতে বাংলাদেশের ওয়ারিদ টেলিকম কিনে নেয় এয়ারটেল।

ওয়ারিদকে এয়ারটেল নামে ব্র্যান্ডিংয়ের পর প্রতিষ্ঠানের পুরো মার্কেটিং পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়ও বিন্দালের সফরসূচিতে রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করা অতুল বিন্দাল ভারতের মোবাইল ম্যানেজমেন্ট বোর্ডের (এমএমবি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

এর আগে তিনি টেলিমিডিয়া সার্ভিসেস-এর প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও আমেরিকান এক্সপ্রেস, লিপটন এবং শেল-এর মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের বিক্রয়, বিপণন ও ব্যবস্থাপনা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অতুল বিন্দাল।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।