নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে স্কাইপি অ্যাপলিকেশন। ইন্টারনেটভিত্তিক কল সেবাদাতা ‘স্কাইপি’ সম্প্রতি নতুন অ্যাপলিকেশনের ঘোষণা দিয়েছে।
এ সেবার বিশেষ সুবিধায় থাকছে ‘ফ্রি সার্ভিস’। ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা খরচের চিন্তা ছাড়াই স্কাইপি-টু-স্কাইপি কথা বিনিময় করতে পারবেন। সূত্র জানিয়েছে, স্থানীয় মোবাইল অপারেটর, ডাটা ব্যবহারের উপর ভিত্তি করে মূল্যের বিষয়টি যুক্ত করতে পারে। অর্থাৎ স্কাইপির ডাটা সংযোগের মিডিয়াম অপারেটর সেবা দেওয়ায় চার্জ করবে।
স্কাইপির মানোন্নয়নে ব্যবহারকারীদের বহু প্রত্যাশিত বিষয়গুলো আসছে এ সেবা মাধ্যমে। এখানে জরুরি বার্তা বিনিময় ছাড়াও চ্যাট করার বাড়তি সুবিধা পাওয়া যাবে। স্কাইপি সূত্র জানিয়েছে, যদি কেউ সুলভ মূল্যে কথা বিনিময় করতে চান তবে ‘স্কাইপি ক্রেডিট’ ক্রয় করতে পারবেন। সেবাও পাওয়া যাবে ঠিক একই মানের। তবে স্থানীয় মোবাইল অপারেটরদের বাড়তি সেবাব্যয়ে বহন করতে হবে।
উল্লেখ্য, এ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী এসএমএস পাঠানো যাবে মোবাইল অপারেটরদের চাহিদার থেকেও স্বল্প মূল্যে।
অ্যানড্রইড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যানড্রইড সেবাকেন্দ্র কিংবা বিকল্প হিসেবে ওয়েবসাইট থেকে এ অ্যাপলিকেশন ডাউনলোড করে নেওয়া যাবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি হ্যান্ডসেটের কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে স্কাইপি। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা শুধু ওয়াইফাই সংযোগে কল করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০