বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) বেসরকারি ব্যবস্থাপনায় সাবমেরিন কেবল স্থাপন, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, টেলিস্টোরিয়াল কেবল স্থাপন এবং থ্রিজি নেটওয়ার্ক সেবা চালুসহ সব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৬ অক্টোবর সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়।
কমিটির সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, বীরেন শিকদার, এসকে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন এবং আমিনা আহমেদ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয়, বিটিআরসি, বিটিসিএলের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদীয় কমিটির এ সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দতা ও সেবার মানোন্নয়নে সুপারিশ করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০