সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ব্ল্যাকবেরি সেবা আপাতত বন্ধ হচ্ছে না। ইউএই এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে ব্ল্যাকবেরি নির্মাতা রিমের নীতিগত সমঝোতা হওয়ায় সে দেশে ব্ল্যাকবেরি সেবা বন্ধ হওয়ার আপাতত কোনো আশঙ্কা থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ১১ অক্টোবর থেকে ইউএইতে ব্ল্যাকবেরির সব রকম সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল ইউএই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। ইউএই এর টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (টিআরএ) সূত্র জানিয়েছে, ব্ল্যাকবেরি সেবাকে ইউএই আইনের আওতায় আনায় মাধ্যমে এ সেবা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে।
ফলে ১১ অক্টোবর থেকে জারি করা ব্ল্যাকবেরির সেবাগুলো বন্ধের নির্দেশটিও আর বহাল থাকছে না। আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে গত ক’মাস ধরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ভারতে ব্ল্যাকবেরি সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ফলে সংযুক্ত আরব আমিরাতে রিম তাদের সেবা দেশের টেলি আইন অনুযায়ী অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০